
চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম নগরীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজান মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রাইভেট কারে রাউজান থেকে শহরের পথে রওনা হলে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত কাছাকাছি গিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়। আবদুল হাকিমের বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলি লাগে বলে জানানো হয়েছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন। নিহতের বাড়ি বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামে। তিনি এলাকায় হামিম এগ্রো নামে একটি গরুর খামারের মালিক ছিলেন এবং দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত হলেও তার দলীয় পদ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
হত্যার কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হামলার পর তার ব্যবহৃত প্রাইভেট গাড়ি ঘটনাস্থলে পড়ে থাকতে দেখা গেছে। বিএনপির সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।