ট্রাম্পকে চীনকে থামাতে পারলে নোবেলের যোগ্য—তাইওয়ান প্রেসিডেন্ট

আপলোড সময় : ০৮-১০-২০২৫ ০১:১২:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৮-১০-২০২৫ ০১:১২:০৬ পূর্বাহ্ন
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি চীনা নেতা শি জিনপিংকে তাইওয়ানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নিতে রাজি করাতে সক্ষম হন, তাতে ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের দাবিদার হবেন। লাই তাঁর বক্তব্যে স্মরণ করান যে ট্রাম্প নিজের প্রেসিডেন্ট মেয়াদে শি জিনপিংকে এ ধরনের অভিযান থেকে বিরত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
 
প্রেসিডেন্ট লাইয়ের এই মন্তব্য কূটনৈতিক এবং স্ট্র্যাটেজিক স্তরে একটি রাজনৈতিক মতামত হিসেবে দেখায়—যেখানে শান্তি রক্ষা বা সংঘাত প্রতিহত করা কাদের সার্বিক কূটনৈতিক সফলতা হিসেবে গণ্য হবে তা নিয়ে বিতর্ক থাকে। তাইওয়ান-চীন সম্পর্ক আর খুদ্রমাত্রার উত্তেজনার মধ্যে নয়; বিবেচ্য সমস্যা হল চীন-তাইওয়ান সম্পর্কের ভূপ্রকৃতিগত গুরুত্ব এবং শক্তি-প্রয়োগ বা প্রতিহতের সম্ভাব্য প্রভাব।
 
পেশাদার পর্যবেক্ষকরা বলবেন, কোনও রাষ্ট্রনায়কের নোবেল পুরস্কারের যোগ্যতা নির্ধারণ করা কেবল এক ব্যক্তির প্রতিশ্রুতি বা প্রতিশ্রুতির বাস্তবায়নের উপর নির্ভর করে না—এটির জন্য প্রয়োজন বিস্তর কূটনৈতিক প্রভাব, স্থায়ী শান্তি ও বহুপাক্ষিক সমর্থন। এছাড়া, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কূটনৈতিক ও সামরিক টানাপোড়েনে তাইওয়ানের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিরপেক্ষভাবে বিবেচ্য থাকতে হবে।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]