
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো-র সঙ্গে সব ধরনের কূটনৈতিক আলোচনা বন্ধের নির্দেশ দিয়েছেন। বিশেষ দূত রিচার্ড গ্রেনেলকে ভেনেজুয়েলার সঙ্গে চলমান আলোচনায় বিরতি দিতে বলা হয়েছে, জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
ট্রাম্পের ক্ষোভের মূল কারণ হলো মাদুরোর পদত্যাগ অস্বীকার এবং মাদক পাচারের অভিযোগ অস্বীকার করা। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প সামরিক পদক্ষেপসহ সকল সম্ভাব্য উপায় ব্যবহার করে মাদক পাচার রোধের জন্য প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট মাদুরোকে এ বিষয়ে ইতিমধ্যেই একাধিকবার সতর্ক করেছেন।