
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তুরস্কের সাম্প্রতিক সিদ্ধান্তকে কঠোরভাবে নিন্দা জানিয়েছে, যেখানে আঙ্কারা বাতিল হওয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করার নোটিশ জারি করেছে। তেহরান একে “অপ্রয়োজনীয়” ও “আইনগতভাবে ভিত্তিহীন” বলে অভিহিত করেছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘায়ি জানিয়েছেন, এই পদক্ষেপটি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া সক্রিয় করার পর নেওয়া হয়েছে, যা ইরানের মতে বৈধ নয়। তিনি প্রতিবেশী ও মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, তারা যেন এই “অবৈধ উদ্যোগ”কে বৈধতা না দেয়।
বাঘায়ি আরও বলেন, তুরস্কের নোটিশে নাম উল্লেখিত ইরানি প্রতিষ্ঠানগুলোর কোনো সম্পদ বা ব্যাংক হিসাব দেশের মধ্যে নেই, ফলে কোনো জব্দের ঘটনা ঘটেনি। তিনি উল্লেখ করেছেন, তেহরান কূটনৈতিক আলোচনায় যৌক্তিক নমনীয়তা দেখিয়েছে, তবে ইউরোপ যুক্তরাষ্ট্রকে রাজি করাতে ব্যর্থ হয়েছে, যারা এখনও নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য চাপ দিচ্ছে।