
ইসরায়েলে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। দেশটির স্থলভিত্তিক THAAD (Terminal High Altitude Area Defense) প্রতিরক্ষা ঘাঁটিতে নতুন লঞ্চ প্যাড যুক্ত করার কাজ শুরু হয়েছে। বর্তমানে ছয়টি লঞ্চ প্যাড থাকলেও সেটি বাড়িয়ে এগারোটি করা হচ্ছে।
প্রতিটি সিস্টেমে গড়ে ৪২ থেকে ৪৮টি লঞ্চার থাকে। ফলে সম্প্রসারণ শেষ হলে ইসরায়েলে মোট প্রায় ৫৫০টি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মোতায়েনের সম্ভাবনা রয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে, এই আপগ্রেড মূলত আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হুমকি প্রতিহত করার উদ্দেশ্যে করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘদিনের। তবে সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও ক্রমবর্ধমান হুমকি পরিস্থিতি বিবেচনায় এই নতুন পদক্ষেপকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।