চ্যাটজিপিটির নতুন ফিচার: জনপ্রিয় অ্যাপের সঙ্গে সরাসরি ইন্টিগ্রেশন

আপলোড সময় : ০৭-১০-২০২৫ ১০:২৮:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১০:২৮:৩০ অপরাহ্ন

ওপেনএআই সোমবার (৬ অক্টোবর) ঘোষণা করেছে, বিশ্বখ্যাত জেনারেটিভ এআই মডেল চ্যাটজিপিটি এখন থেকে স্পটিফাই, বুকিং.কম, ক্যানভা, কোর্সেরা, এক্সপিডিয়া সহ আরও কিছু জনপ্রিয় অ্যাপের সঙ্গে সরাসরি কাজ করতে পারবে। এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটের মধ্যেই মিউজিক চালানো, হোটেল বা ফ্লাইট বুকিং, রিয়েল এস্টেট খোঁজা এবং অন্যান্য কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন।
 

ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান বার্ষিক ‘ডেভেলপার ডে’ অনুষ্ঠানে এই নতুন অ্যাপ এসডিকে (SDK) চালু করেন, যা চ্যাটজিপিটিকে তৃতীয় পক্ষের অ্যাপের সঙ্গে সংযুক্ত করে ব্যবহারকারীর ডিজিটাল অভিজ্ঞতাকে আরও ইন্টার‌্যাকটিভ এবং সমৃদ্ধ করবে। প্রথম পর্যায়ে বুকিং.কম, স্পটিফাই, জ়িলো, ক্যানভা, ফিগমা এবং এক্সপিডিয়ার মতো প্ল্যাটফর্মগুলো এই ইন্টিগ্রেশনে যুক্ত হয়েছে। বছরের শেষ নাগাদ উবার, অলট্রেইলস ও ডোরড্যাশও যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে।
 

বিশ্বের অনেক দেশে চালু হলেও ইউরোপে এখনো এই ফিচার চালু হয়নি, যেখানে এআই ব্যবহার নিয়ন্ত্রণ বিধান কঠোর এবং আইনগত অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করা বাকি।
 

এই ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি আরও শক্তিশালী ডিজিটাল সহকারী হিসেবে আত্মপ্রকাশ করবে, যা ব্যবহারকারীরা সহজে ম্যাপ দেখা, প্লেলিস্ট তৈরি, এবং অন্যান্য অ্যাপভিত্তিক সেবা গ্রহণে সক্ষম হবেন। উদাহরণ স্বরূপ, ব্যবহারকারী সরাসরি বলতে পারবে, "“স্পটিফাই, এই শুক্রবারের পার্টির জন্য একটা প্লেলিস্ট তৈরি করো।” তখন স্পটিফাই চ্যাটের মধ্যেই সেই অনুরোধ পূরণ করবে।
 

ওপেনএআই জানিয়েছে, বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ৮ কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করেন। নতুন এই ফিচার চালু হওয়ার ফলে এটি একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সহকারী হিসেবে অনেক বেশি কার্যকর হয়ে উঠবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]