কিম জং-উনের দৃষ্টিতে রাশিয়া-উত্তর কোরিয়ার ‘অমর’ সখ্যতা

আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৯:০৮:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৯:১২:৪৩ অপরাহ্ন

উত্তর কোরিয়া নেতা কিম জং-উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দুই দেশের মধ্যকার বন্ধুত্বকে ‘অমর’ হিসেবে অভিহিত করেছেন। রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) প্রকাশিত বার্তায় তিনি রাশিয়ার ব্যতিক্রমী ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা এবং পুতিনের নেতৃত্ব ও দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা ব্যক্ত করেছেন।

কিম জং-উন উল্লেখ করেছেন, রাশিয়া বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে এবং একটি নতুন, বহুমেরুকৃত বিশ্বব্যবস্থা গঠনের নেতৃত্ব দিচ্ছে। তিনি পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে দুই দেশের রাষ্ট্রীয় চুক্তি বাস্তবায়নে বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, যা তিনি ‘ভ্রাতৃত্বপূর্ণ কর্তব্য’ হিসেবে বিবেচনা করেন।

এছাড়া, কিম জাতীয় সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষায় রাশিয়ার লড়াইয়ের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানান। তিনি বলেন, পিয়ংইয়ং এবং মস্কোর সম্পর্ক সবসময় অবিচ্ছেদ্য থাকবে এবং তাদের বন্ধুত্ব চিরস্থায়ী।
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]