মেয়াদোত্তীর্ণ পাসপোর্টের মাধ্যমে হজযাত্রী নিবন্ধন সুবিধা বাড়ল

আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৮:৪২:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৫ ১০:৩০:০৩ অপরাহ্ন

ধর্মবিষয়ক মন্ত্রণালয় হজ-১ শাখার সাম্প্রতিক নির্দেশনায় ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধনে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট গ্রহণের বিষয়টি শিথিল করা হয়েছে। ফলে, পাসপোর্টের মেয়াদ শেষ হলেও নির্দিষ্ট শর্ত পূরণসাপেক্ষে হজের জন্য নিবন্ধন করা যাবে।
 
এছাড়া, যেসব হজযাত্রী বা হজ এজেন্সি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়ে নিবন্ধন করবে, তাদের ভিসা ইস্যু প্রক্রিয়ার সময় পাসপোর্টের সঠিক মেয়াদ সংশোধন করে পিআইডি সিস্টেমে হালনাগাদ করতে হবে। এই হালনাগাদ ছাড়া ভিসা দেয়া হবে না বলেও মন্ত্রণালয় জানিয়েছে। এই শিথিলতা ২০২৬ সালের হজে অংশগ্রহণের জন্য নিবন্ধনের সুবিধাজনক ব্যবস্থা হিসেবে চালু হয়েছে।

পাশাপাশি, সৌদি আরব সরকারের হজ রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ অক্টোবর ২০২৬ সালের হজযাত্রীর নিবন্ধন কার্যক্রম শেষ হবে। এর ফলে আগ্রহী যাত্রীদের জন্য সময়কাল সীমিত রেখে সরকারি নির্দেশনা অনুসরণ করা জরুরি।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]