নর্থ সাউথে কোরআন অবমাননার প্রতিবাদে বিনামূল্যে কোরআন বিতরণ কর্মসূচি

আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৩:৫৪:০১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৩:৫৪:০১ অপরাহ্ন

পবিত্র কোরআন অবমাননার ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে। শান্তিপূর্ণ উপায়ে তারা আয়োজন করেছে ‘ফ্রি কোরআন ডিস্ট্রিবিউশন’ কর্মসূচি, যেখানে বিনামূল্যে কোরআন শরিফ বিতরণ করা হয়।
 

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজনস্থলে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন ও ভিড় লক্ষ্য করা যায়।
 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো পবিত্র কোরআনের বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানানো।
 

একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী বলেন, “কোনো ধর্মের পবিত্র গ্রন্থ অবমাননা কখনোই সহনীয় নয়। আমরা বিশ্বাস করি, শান্তিপূর্ণভাবে ইসলামের বার্তা ছড়িয়ে দেওয়াই সর্বোত্তম প্রতিবাদ।”
 

এর আগে কোরআন শরিফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল-কে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। গত রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]