অর্থনৈতিক দিক থেকে স্বস্তিতে আছি: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৩:৫১:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৩:৫১:২৫ অপরাহ্ন

অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি। সে জন্য আমরা মোটামুটি আত্মবিশ্বাসী। অন্য ক্ষেত্রগুলো নিয়ে এখনই কিছু বলতে পারছি না।”
 

মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
 

সাংবাদিকরা যখন বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখ করেন—যেখানে বলা হয়েছে বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়েছে—তখন অর্থ উপদেষ্টা বলেন, “আমি এখন তাত্ত্বিক আলোচনায় যাচ্ছি না। দারিদ্র্য বেড়েছে বা কমেছে—এসব বিষয় বিশ্লেষণ করতে হলে বিস্তারিত ব্যাখ্যা প্রয়োজন। আমি জানি ওরা কীভাবে দারিদ্র্য পরিমাপ করে। এসব জরিপে অনেক সময় স্যাম্পলিং ও ডেটার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকে।”
 

তিনি আরও বলেন, “আপনি যদি কয়েক হাজার মানুষের ফোন ইন্টারভিউ নিয়ে বলেন দারিদ্র্য বেড়েছে—এটা পুরো বাস্তবতা প্রকাশ করে না। তবে এটা অস্বীকার করছি না যে আমাদের চ্যালেঞ্জ আছে। কিন্তু এত শতাংশ বেড়েছে—এটা বলা নির্ভরযোগ্য নয়।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]