লালমনিরহাটে তিস্তার পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি, বানভাসীরা ঘরে ফিরছেন

আপলোড সময় : ০৭-১০-২০২৫ ০৯:৪০:০৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৫ ০৯:৪০:০৩ পূর্বাহ্ন

লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এক রাতের ব্যবধানে লোকালয় থেকে নেমে গেছে বেশিরভাগ বন্যার পানি। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচে রেকর্ড করা হয়েছে।

এর আগে সোমবার হঠাৎ বন্যায় জেলার পাঁচ উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছিল। এতে প্রায় ২০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। পানি নেমে যাওয়ায় এখন দেখা দিয়েছে বন্যা-পরবর্তী দুর্ভোগ—বিভিন্ন কাঁচা ও পাকা রাস্তা পানির চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ঘরবাড়ি কর্দমাক্ত অবস্থায় রয়েছে।

পানি কমতে শুরু করায় বানভাসীরা ঘরে ফিরতে শুরু করেছেন। তবে কিছু নিম্নাঞ্চল এখনো পানিতে ডুবে আছে, যেখানে শস্যক্ষেত ও ঘরবাড়ি ক্ষতির আশঙ্কায় রয়েছে।

প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করা হচ্ছে এবং ধাপে ধাপে তাদের পুনর্বাসন ও সহায়তা দেওয়া হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]