জাতীয় নির্বাচনে প্রতিযোগিতার ঘোষণা জামায়াতের, প্রতিহিংসার রাজনীতি পরিহারের আহ্বান

আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৮:০৯:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৮:০৯:১৭ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, “আমরা নির্বাচনে প্রতিযোগিতা করব, কিন্তু প্রতিহিংসার পথে যাব না। জনগণের ভোটে যারা নির্বাচিত হয়ে আসবেন, ফ্যাসিবাদবিরোধী সবাই মিলে আমরা তাদের স্বাগত জানাব।”
 

সোমবার (৬ অক্টোবর) দুপুরে পঞ্চগড় জেলা জামায়াত আয়োজিত আসনভিত্তিক নির্বাচনি দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 

আব্দুল হালিম বলেন, “সম্প্রতি ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও বামপন্থি দলগুলোসহ সব রাজনৈতিক দলের নেতারা একসঙ্গে বসেছেন—এটাই আগামীর বাংলাদেশের প্রতিচ্ছবি। রাজনৈতিক আদর্শে ভিন্নতা থাকলেও দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকবে। আমরা ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে আহ্বান জানিয়েছি, আসুন একসঙ্গে ফ্যাসিবাদ প্রতিহত করি।”
 

তিনি আরও বলেন, “মানুষ এখন বুঝতে শুরু করেছে—জামায়াতে ইসলামী নিয়ে অতীতের প্রচারণা আর কেউ বিশ্বাস করে না। এ বিশ্বাসের প্রতিফলন আমরা ডাকসু ও জাকসুর নির্বাচনে দেখেছি। আগামীতেও জনগণের আস্থা অর্জন করতে হলে অহংকার ও বিভক্তি পরিহার করতে হবে।”
 

অনুষ্ঠানে পঞ্চগড়-১ আসনের জামায়াতের নির্বাচন পরিচালক ও জেলা নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন, সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, প্রচার বিভাগের সেক্রেটারি শাহীদ আল ইসলাম, শহর আমির জয়নাল আবেদীন ও সদর উপজেলা আমির শফিউল ইসলামসহ দলের শতাধিক নির্বাচনি দায়িত্বশীল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]