সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৬ শতাংশে

আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৮:০৭:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৮:০৭:৫৩ অপরাহ্ন

সেপ্টেম্বর মাসে দেশে সামগ্রিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৬ শতাংশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যে দেখা গেছে, আগস্টে এই হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। গত বছরের একই সময়ে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৯২ শতাংশ।
 

এর অর্থ হলো, গত বছর সেপ্টেম্বর মাসে যে পণ্য বা সেবা ১০০ টাকায় কেনা যেত, চলতি বছরের সেপ্টেম্বরে তা কিনতে ব্যয় হয়েছে ১০৮ টাকা ৩৬ পয়সা।
 

বিবিএসের তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতেই মূল্য বৃদ্ধি দেখা গেছে। খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ৬৪ শতাংশ, যা আগস্টে ছিল ৭ দশমিক ৬০ শতাংশ। অন্যদিকে, খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ৯৮ শতাংশে, আগস্টে যা ছিল ৮ দশমিক ৯০ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরে খাদ্য খাতে এই হার ছিল ১০ দশমিক ৪০ এবং খাদ্য বহির্ভূত খাতে ৯ দশমিক ৫০ শতাংশ।
 

বিশ্লেষকদের মতে, খাদ্যপণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি বাসাভাড়া, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ব্যয়ও সামগ্রিক মূল্যস্ফীতি বাড়াতে ভূমিকা রেখেছে। একই সঙ্গে ডলারের বিনিময় হার বৃদ্ধি ও আমদানি ব্যয়ের চাপও বাজারে পণ্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দেখা দিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]