২০২৪ গণহত্যার বিচার: কেউ পাবে না দায়মুক্তি, চিফ প্রসিকিউটরের স্পষ্ট বার্তা

আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০৭:৩৯:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০৭:৩৯:৩৩ অপরাহ্ন

২০২৪ সালের জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যায় দায়ীদের বিচারের মুখোমুখি করতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করে যাচ্ছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, কেউ দায়মুক্তি বা ইনডেমনিটি পাবেন এমন কোনো সম্ভাবনা নেই; পালিয়ে গিয়ে রক্ষা পাওয়ার সুযোগও থাকবে না। সোমবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ন্যায়বিচার সবসময় তার নিজস্ব গতিতে এগোয় এবং আইন নিরপেক্ষভাবে কাজ করে। অপরাধ করে পার পেয়ে যাওয়ার প্রথা বাংলাদেশে জায়গা পাবে না—দীর্ঘদিন বিচার বিলম্ব নিয়ে যাদের শঙ্কা ছিল, তাদের জন্য এটি একটি স্পষ্ট বার্তা।
 

তিনি আরও জানান, তদন্তের জন্য প্রয়োজনীয় সময় ইতোমধ্যে অতিক্রান্ত হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর ধারাবাহিকভাবে চার্জ দাখিল করা হচ্ছে এবং বিচার কার্যক্রম শুরু হয়েছে। বেশ কয়েকটি মামলা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দেশের জনগণের প্রত্যাশা ছিল—মানবতাবিরোধী এ ধরনের অপরাধের বিচার বাংলাদেশেই হোক, এবং ট্রাইব্যুনাল সে পথে অগ্রসর হচ্ছে। তাঁর আশা, জনগণের প্রত্যাশিত সময়ের মধ্যেই এ বিচারের কাজ সম্পন্ন করা সম্ভব হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]