
শহিদ আবরার ফাহাদকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতির আত্মমর্যাদার প্রতীক হিসেবে বর্ণনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সংগঠনটির মতে, স্বাধীন চিন্তা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের চেতনায় আবরারের আত্মত্যাগ আজও জাতিকে অনুপ্রাণিত করে।
সোমবার (৬ অক্টোবর) ডাকসু ভিপি আবু সাদিক কায়েম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বক্তব্য জানানো হয়। এতে তিনি অক্টোবর মাসকে ‘আধিপত্যবাদবিরোধী দিবস’ হিসেবে পালনের আহ্বান জানান, যাতে দেশজুড়ে আধিপত্য ও বৈষম্যের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে পারে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ সালের ৭ অক্টোবর আবরার ফাহাদ অন্যায্য ভারতীয় আধিপত্য ও দেশের স্বার্থবিরোধী চুক্তির বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাতে নির্মমভাবে হত্যার শিকার হন। তার এই আত্মত্যাগ জাতির ভেতরে স্বাধীন চিন্তার শক্তিকে নতুনভাবে জাগিয়ে তোলে।
ডাকসুর বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘ সময় ধরে চলা নিপীড়ন, গুম ও হত্যার বিরুদ্ধে আবরার ফাহাদের শাহাদাত ছিল ফ্যাসিবাদ-বিরোধী লড়াইয়ের গুরুত্বপূর্ণ মাইলফলক। এই ধারাবাহিক সংগ্রামের culmination এসেছে ২০২৪ সালের জুলাই বিপ্লবে, যেখানে শহিদ আবু সাঈদ, শান্ত, মুগ্ধ, ওয়াসিম, আলী রায়হান, তাহির, রিয়া গোপ ও নাসিমাদের আত্মত্যাগ বয়ে এনেছে ন্যায়ের নতুন অধ্যায়।
প্রেস বিজ্ঞপ্তিতে ডাকসুর পক্ষ থেকে দেশবাসী ও ছাত্রসমাজের প্রতি আহ্বান জানানো হয়—আবরার ফাহাদের আত্মত্যাগের চেতনা ধারণ করে জাতির মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়ের আন্দোলনে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার জন্য।