রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা Rostec-এর সাইবার হামলায় ফাঁস হওয়া নথি অনুযায়ী, ইরান ২০২৬–২০২৮ সালের মধ্যে ৪৮টি Sukhoi Su-35 যুদ্ধবিমান কেনার পূর্ণাঙ্গ অর্ডার দিয়েছে। নথিতে ইরানকে ক্রেতা কোড "৩৬৪" হিসেবে উল্লেখ করা হয়েছে এবং প্রাথমিকভাবে মোট মূল্যের ১৫ শতাংশ অগ্রিম পরিশোধের কথা আছে।
ফাঁস হওয়া নথি থেকে আরও জানা যায়, বিমানের ইলেকট্রনিক প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য ২৪টি L-265M10-02 Khibiny-M ইলেকট্রনিক জ্যামিং ইউনিট রপ্তানির প্রয়োজনীয়তা চিহ্নিত করা হয়েছে। এর বিনিময়ে ইরানের Shahed-136 আক্রমণকারী ড্রোনের উৎপাদন কারখানার তথ্য রাশিয়ার দিকে সরবরাহ করার সম্ভাব্য ইঙ্গিত পাওয়া গেছে।
বিশ্লেষকরা মনে করছেন, চুক্তিটি বাস্তবায়িত হলে ইরানের বিমান শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। Su-35 এর Irbis-E রাডার, দীর্ঘ-পাল্লার এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র ও উন্নত জ্যামিং প্রতিরোধ ব্যবস্থা ইরানের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতাকে শক্তিশালী করবে।