
চীনের গুয়াংডং প্রদেশে রোববার (৫ অক্টোবর) টাইফুন ‘মাতমো’ আঘাত হানে, যার ফলে সেখানে প্রবল বৃষ্টিপাত হয় এবং জনজীবনে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়। স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে টাইফুনটি গুয়াংডংয়ের সুয়েন উপকূলে আছড়ে পড়ে, এবং তখন বাতাসের গতি ছিল ১৫১ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই শক্তিশালী ঝড়ের কারণে প্রদেশজুড়ে ব্যাপক ক্ষতি ও জনজীবনে বিঘ্ন ঘটে।
চীনে গত বুধবার থেকে আটদিনের সরকারি ছুটি শুরু হয়েছিল, যা ছিল বিভিন্ন মানুষের ভ্রমণের একটি বড় সুযোগ। কিন্তু এই টাইফুন ‘মাতমো’র প্রভাবে ছুটির পরিকল্পনায় বড় ধরনের বিঘ্ন ঘটে। হাইনান প্রদেশে ছুটির কেন্দ্রে ফেরি সেবা বন্ধ করার ফলে সাধরণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে এবং কিছু অঞ্চলে বাস ও ট্রেন সেবাও বন্ধ থাকলেও পূর্ব সতর্কতার অংশ হিসেবে কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়।
গত সপ্তাহে ফিলিপাইনে এই টাইফুনের প্রভাবে বন্যা হয়েছিল, এরপর এটি চীনের দিকে অগ্রসর হয় এবং শনিবার সামুদ্রিক ঝড় থেকে টাইফুনে পরিণত হয়ে গুয়াংডংয়ের দিকে এগোতে থাকে। আবহাওয়াবিদদের মতে, টাইফুনটি উপকূলে আঘাত হানার পর থেকে ধীরে ধীরে শক্তি হারাতে শুরু করেছে এবং সাধারণ ঝড়ে পরিণত হবে।