দুই মাস আন্দোলনেও সাড়া না পেয়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান বস্তিবাসী ও মুক্তিযোদ্ধা পরিবার

আপলোড সময় : ০৬-১০-২০২৫ ১১:২৪:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ১১:২৪:৫৩ পূর্বাহ্ন
 

দুই মাস ধরে কলমিলতা বাজারের ক্ষতিপূরণ প্রদান এবং মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিল আদেশ প্রত্যাহারের দাবি নিয়ে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এই দীর্ঘ আন্দোলন সত্ত্বেও কার্যকর কোনো সমাধান না পেয়ে তারা এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চান।
 

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রহিম সংবাদ সম্মেলনে এ দাবি জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও কোন প্রগতি হয়নি। সরকারের প্রতি বারবার আবেদন জানানো হয়েছে, কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছে না। বাধ্য হয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, হামলা, মামলা, গ্রেফতার ও পুলিশি নির্যাতন দিয়ে তাদের দাবি দমন করা সম্ভব নয়।
 

সংবাদ সম্মেলনের পরে বস্তিবাসী ও মুক্তিযোদ্ধাদের মিছিল নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সামনে অবস্থান গ্রহণ করে। মো. আব্দুর রহিমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল দুদকের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে। তাদের দাবি বাতলে দুদক মহাপরিচালক বলেন, পূর্বের তদন্তাধীন বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযোগ্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

এ পর্যন্ত তারা টানা ৬০ দিন ধরে রাজধানীর প্রেসক্লাবের সামনে অবস্থান করে আসছেন, এবং কলমিলতা বাজারের ক্ষতিপূরণসহ বস্তি পুনর্বাসন প্রকল্পের বাতিল আদেশ প্রত্যাহার দাবি করছেন। সরকারের অবহেলা ও নিরাসক্তির কারণে আন্দোলন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এবং দ্রুত সমাধানের দাবিতে কার্যকর পদক্ষেপের আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]