ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে নিহত ৫০, শতাধিক আহত

আপলোড সময় : ০৬-১০-২০২৫ ১১:০০:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ১১:০০:৪৯ পূর্বাহ্ন
 

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি স্কুলভবন ধসে পড়ায় কমপক্ষে ৫০ জন নিহত এবং একশোর বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার এই দুর্ঘটনা ঘটে, যা এলাকার জন্য গভীর শোক এবং উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
 

দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থা বাসারনাসের (ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি) অপারেশন পরিচালক ইউধি ব্রামান্তিও এক ব্রিফিংয়ে জানান, এই বিপর্যয় থেকে এখন পর্যন্ত ৫০ জন মৃত ও ১০৪ জন জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও ১৮ জন নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধারে তল্লাশি চলছে।
 

ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের প্রায় ৬০ শতাংশ সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু স্কুলভবনের পাশের আরেকটি ভবনও ধসে যাওয়ায় পুরো স্কুল ক্ষেত্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিখোঁজদের বেশিরভাগই ওই সংলগ্ন ভবনের আশপাশে ছিলেন।
 

স্কুলের কয়েকজন শিক্ষক জানান, শ্রেণীকক্ষ বৃদ্ধির জন্য স্কুলের ছাদে নতুন তলার নির্মাণ কাজ চলছিল। তবে প্রয়োজনীয় ফাউন্ডেশন ছাড়াই এই কাজ শুরু করা হয়েছিল, যা ভবনটির স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ ছিল। কর্তৃপক্ষ এই সুরক্ষা বিষয়টিকে উপেক্ষা করায় এই দূর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে।
 

এ ঘটনায় স্থানীয় ও জাতীয়ভাবে উদ্ধার তৎপরতা ও তদন্ত কাজ দ্রুত এগিয়ে চলছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে নির্মাণ নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ জোরদারের দাবি উঠেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]