
গাইবান্ধার সাদুল্লাপুরে মাত্র এক হাজার টাকার ঋণের জন্য হতদরিদ্র এক বৃদ্ধের ঘরের টিন খুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত সুরুজ মিয়া (৩২)–কে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। সুরুজ উপজেলার ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামের সাজু মিয়ার ছেলে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ স্বপন কুমার সরকার জানান, ভুক্তভোগী মতিয়ার রহমানের স্ত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। পরে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। খুলে নিয়ে যাওয়া টিন উদ্ধার করে বৃদ্ধ দম্পতির কাছে ফেরত দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে গত ২৮ সেপ্টেম্বর রাতে, যখন মতিয়ার রহমানের ঘরের চাল ও বারান্দার প্রায় ১০–১২টি টিন খুলে নিয়ে যায় সুরুজ মিয়া। বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের দৃষ্টি আকর্ষণ করে।
ইউএনও অনিক ইসলাম জানান, “ঘটনা জানার সঙ্গে সঙ্গে ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে টিনগুলো উদ্ধার করে বৃদ্ধ দম্পতির কাছে হস্তান্তর করা হয়েছে।”
ভুক্তভোগী মতিয়ার রহমান জানান, তার নাতি বুলু মিয়া প্রায় ছয় মাস আগে সুরুজের কাছ থেকে মোবাইল মেরামতের জন্য এক হাজার টাকা ধার নিয়েছিল। টাকা ফেরত দিতে না পারায় সুরুজ দলবল নিয়ে এসে টিনগুলো খুলে নিয়ে যায়। অভিযোগের ছয় দিন পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
স্থানীয়ভাবে ঘটনাটি মানবিক সহানুভূতির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের নজির হিসেবে দেখা হচ্ছে।