উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত “ডিফায়েন্স ডেভেলপমেন্ট–২০২৫” সামরিক প্রদর্শনীর উদ্বোধন করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে, কোরিয়ান ওয়ার্কার্স পার্টির ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে উত্তর কোরিয়ার সর্বাধুনিক অস্ত্র প্রযুক্তি ও সামরিক সক্ষমতা প্রদর্শিত হয়।
কিম জং উন প্রদর্শনীকে দেশের পারমাণবিক প্রতিরোধকেন্দ্রিক সামরিক কাঠামো আধুনিকায়নের অগ্রগতির প্রতিফলন বলে উল্লেখ করেন। তিনি সতর্ক করে দেন, বৈশ্বিক অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।
মার্কিন সামরিক সম্প্রসারণকে “উত্তর কোরিয়া ও আঞ্চলিক নিরাপত্তার জন্য প্রকৃত ও গুরুতর হুমকি” আখ্যা দিয়ে কিম বলেন, যদি যুক্তরাষ্ট্র আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করতে থাকে, তবে ভারসাম্য রক্ষায় পিয়ংইয়ংকে আরও উন্নত সামরিক ও প্রযুক্তিগত পদক্ষেপ নিতে হবে।