জার্মানদের বড় অংশের দৃষ্টিতে ইসরায়েল ‘গণহত্যাকারী

আপলোড সময় : ০৬-১০-২০২৫ ০২:৩৯:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৫ ০২:৩৯:৩৭ পূর্বাহ্ন
রাজনৈতিক ও সামরিকভাবে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র জার্মানি। তবে সাম্প্রতিক ইউগভ (YouGov) জরিপে দেখা গেছে, জার্মান নাগরিকদের বড় অংশ মনে করছেন, গাজায় ইসরায়েলের কার্যক্রমকে ‘গণহত্যা’ হিসেবে বিবেচনা করা যায়।
 
জরিপে বলা হয়েছে, রাজনৈতিক দল নির্বিশেষে জার্মানদের সংখ্যাগরিষ্ঠ অংশের এই মতামত মিলেছে। একই সঙ্গে অনেক নাগরিক এখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।
 
বিশ্লেষকরা বলছেন, ইউরোপের শক্তিশালী এই দেশের জনমত ইসরায়েল-ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে। বিশেষ করে জার্মান সরকারের ঐতিহ্যগত ইসরায়েল-সমর্থন নীতির সঙ্গে জনমতের এই ব্যবধান ভবিষ্যতে দেশটির পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলতে পারে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]