কাশ্মীর ইস্যু সমাধানহীন থাকার পাশাপাশি এবার ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে স্যার ক্রিক অঞ্চলকে ঘিরে। গুজরাট (ভারত) ও সিন্ধু (পাকিস্তান)-এর মাঝামাঝি এই জলাভূমি এলাকায় দীর্ঘ ৭৮ বছর ধরে সীমান্ত বিরোধ চলছে।
অঞ্চলটি দেখতে সাধারণ জলাভূমির মতো হলেও, এর ভেতরে থাকা সম্ভাব্য তেলসম্পদ এবং আরব সাগরের কৌশলগত অবস্থান একে দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। সীমান্তে কোনো পরিবর্তন হলে ভারত ও পাকিস্তান উভয়েই তাদের অর্থনৈতিক একচেটিয়া অঞ্চল (EEZ) এবং বিলিয়ন ডলারের সম্পদ হারানোর ঝুঁকিতে পড়তে পারে।
সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সতর্কবার্তায় বলেছেন, স্যার ক্রিকে পাকিস্তানের যেকোনো আগ্রাসনের জবাবে ভারত কঠোর পদক্ষেপ নেবে, যা “অঞ্চলের ভূগোলই বদলে দিতে পারে।”
স্যার ক্রিক বিরোধের সূচনা হয়েছিল ১৯৪৭ সালের দেশভাগের পর, আর ১৯৬৫ সালের যুদ্ধের সময় এটি আরও জটিল রূপ নেয়। আজও অমীমাংসিত থেকে যাওয়ায় অঞ্চলটি নতুন সংঘাতের ঝুঁকি তৈরি করছে। বিশ্লেষকরা মনে করেন, কাশ্মীরের পাশাপাশি স্যার ক্রিকও দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে আরেকটি সম্ভাব্য সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে।