পতেঙ্গা টানেলে বাস উল্টে আহত যুবকের মৃত্যু

আপলোড সময় : ০৫-১০-২০২৫ ০১:০৪:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১০-২০২৫ ০১:০৪:৩১ অপরাহ্ন
চট্টগ্রামের পতেঙ্গা টানেলের ভেতর বাস উল্টে আহত অবস্থায় ফয়সাল আহাম্মদ নামের একজনের মৃত্যু হয়েছে
 
শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে টানেলের পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার সময় বরযাত্রীবাহী বাসটি অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল। নিহত নগরীর পতেঙ্গা থানার নিজাম মার্কেট এলাকার হোসেন আহমেদের ছেলে।
 
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মেহেদিবাগ ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
নিহতের ছোট ভাই সালাহ উদ্দিন জানান, গতকাল শনিবার দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বাসচালক দ্রুত গতিতে বাস চালানোর কারণে টানেলের মাঝে পথে বাসটি উল্টে যায়। এ সময় বাসে থাকা ৩০ যাত্রীর মধ্যে ১২ জন আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করলে তাদের নগরীর ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার বড় ভাই ফয়সালের মৃত্যু হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]