বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব গভীর করতে চায় চীন: শি জিন পিং

আপলোড সময় : ০৪-১০-২০২৫ ০৮:৫৫:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৫ ০৮:৫৫:২৭ অপরাহ্ন

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি এ মন্তব্য করেন। শনিবার (৪ অক্টোবর) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এ তথ্য জানায়।
 

শি জিন পিং বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশ ও চীন দীর্ঘদিনের প্রতিবেশী ও ঐতিহ্যবাহী বন্ধু। পাঁচ দফা শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির ভিত্তিতে দুই দেশ পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। গত পাঁচ দশকে বৈশ্বিক ও আঞ্চলিক পরিবর্তন সত্ত্বেও এ সম্পর্ক স্থিতিশীল থেকেছে বলে জানান তিনি।
 

চীনা প্রেসিডেন্ট আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা সুদৃঢ় হয়েছে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা বেড়েছে, যা কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করেছে। বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিতে, সহযোগিতা বাড়াতে এবং অভিন্ন উন্নয়ন নিশ্চিত করতে তিনি রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানান।
 

অন্যদিকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তার শুভেচ্ছা বার্তায় বলেন, গত ৫০ বছরে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে বাংলাদেশ-চীন বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। দুই দেশের দীর্ঘমেয়াদি সহযোগিতা জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে। তিনি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]