
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এল সেগুন্ডো এলাকায় অবস্থিত শেভরনের বৃহৎ তেল শোধনাগারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়, তবে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ চলছে।
লস এঞ্জেলস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, আগুনের বড় অংশ ইতোমধ্যে নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এল সেগুন্ডোর এই শেভরন রিফাইনারি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের অন্যতম বৃহৎ তেল উৎপাদন ও সরবরাহ কেন্দ্র হিসেবে পরিচিত। এ ধরনের ঘটনায় জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।