
ইসরাইলের চতুর্থ বৃহত্তম চিকিৎসা প্রতিষ্ঠান শামির মেডিকেল সেন্টার সাইবার হামলার শিকার হয়েছে বলে জানা গেছে। ‘Qilin’ নামের একটি রাশিয়ান হ্যাকার গ্রুপ হাসপাতালের ডাটাবেজে প্রবেশ করে প্রায় ৮ টেরাবাইট তথ্য চুরির দাবি করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, ডেটা ফাঁস ঠেকাতে হাসপাতাল কর্তৃপক্ষকে ৭ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দিতে হবে এবং এর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ৭২ ঘণ্টা।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ ও ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, হামলা প্রতিহত করা হয়েছে এবং সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে। তবুও চুরি হওয়া তথ্যের আসল অবস্থা এখনো অনিশ্চিত রয়ে গেছে, যা রোগীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার ক্ষেত্রে বড় প্রশ্ন তুলছে।
বিশ্লেষকদের মতে, স্বাস্থ্য খাতকে লক্ষ্য করে সাইবার হামলা বাড়ছে এবং এর ফলে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি সংবেদনশীল ডেটা বৈশ্বিক বাজারে ফাঁস হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।