
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসকে সামনে রেখে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। কৃষি, শিক্ষা, চিকিৎসা, প্রকৌশল, গবেষণা, ব্যবসা ও সমাজসেবাসহ বিভিন্ন খাতে অসামান্য অবদান রাখা প্রবাসীদের ‘অভিবাসী দিবস পুরস্কার’ প্রদান করা হবে। আগ্রহীরা আগামী ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
হাইকমিশন সূত্রে জানা গেছে, প্রবাসীদের অবদানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক ভূমিকা তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আবেদনকারীদের পূর্ণাঙ্গ ব্যক্তিগত তথ্য, পাসপোর্ট নম্বর, ঠিকানা, পাসপোর্ট সাইজ ছবি, পেশাগত পরিচিতি, অবদানের সংক্ষিপ্ত বিবরণ (সর্বোচ্চ ৫০০ শব্দ) ও প্রমাণপত্র জমা দিতে হবে। আবেদন পাঠানো যাবে ডাকযোগে (No 8, Lorong Yap Kwan Seng, 50450, Kuala Lumpur) বা ই-মেইলে—[email protected] ও [email protected] ঠিকানায়।
বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস হিসেবে প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রাখছে, যার বড় একটি অংশ আসে মালয়েশিয়ায় কর্মরত প্রায় আট লাখ বাংলাদেশি কর্মীর কাছ থেকে। তারা শুধু অর্থনৈতিকভাবে নয়, বরং সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন।
বিশ্লেষকদের মতে, প্রবাসীদের এ ধরনের স্বীকৃতি তাদের আরও অনুপ্রাণিত করবে এবং নতুন প্রজন্মের অভিবাসীদের সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলবে। পাশাপাশি বাংলাদেশ ও প্রবাসী সমাজের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে, যা ভবিষ্যতে রাষ্ট্রীয় যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করবে।
প্রতিবছর ১৮ ডিসেম্বর পালিত আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস প্রবাসীদের অবদানকে স্মরণ ও মূল্যায়নের সুযোগ তৈরি করে। এই উদ্যোগ সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।