
খাগড়াছড়িতে চলমান ‘অবরোধ’ কর্মসূচি সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে ‘জুম্ম ছাত্র-জনতা’। শনিবার (৪ অক্টোবর) সকালে সংগঠনের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে জানানো হয়, শহীদদের ধর্মীয় রীতিতে পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত আশ্বাস বিবেচনায় রেখে অবরোধ কর্মসূচি তুলে নেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক সহিংস ঘটনার পর গত ১ অক্টোবর জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, পুলিশ সুপার, এনএসআই ও ডিজিএফআই কর্মকর্তাদের উপস্থিতিতে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ‘জুম্ম ছাত্র-জনতা’-এর পক্ষ থেকে ৮ দফা দাবি ও ১৪৪ ধারা প্রত্যাহারের আহ্বান জানানো হয়। প্রশাসন এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেয় এবং শহীদ পরিবারের প্রতি ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেয়।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে খাগড়াছড়ি জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুম্ম ছাত্র-জনতা ওই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধের ডাক দেয়। পরে চিকিৎসকদের রিপোর্টে কিশোরীর শরীরে ধর্ষণের আলামত না পাওয়া গেলেও, সহিংসতায় তিনজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়।
এদিকে, প্রশাসনের পক্ষ থেকে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে স্থানীয়দের সহযোগিতা চাওয়া হয়েছে।