গাজা অভিযানে শহিদুল আলমের সাহসিকতার প্রশংসায় তারেক রহমান

আপলোড সময় : ০৪-১০-২০২৫ ১২:০৮:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৫ ১২:০৮:২৩ অপরাহ্ন

গাজার উদ্দেশ্যে যাত্রা করা অভিযানে যুক্ত বিশিষ্ট আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমের প্রশংসা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
 

শুক্রবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান লেখেন, শহিদুল আলমের এই অংশগ্রহণ শুধু সংহতির বার্তা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে বিবেকের দৃপ্ত গর্জন।
 

তিনি আরও বলেন, বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বিশ্ববাসীর সামনে দাঁড়িয়ে শহিদুল আলম দেখিয়েছেন যে, এই দেশের মানুষ কখনও নিপীড়নের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।
 

বিএনপি নেতা আরও উল্লেখ করেন, তার দল সবসময় শহিদুল আলমের মতো সাহসী কণ্ঠের পাশে থাকবে এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান নেবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]