সিরাজগঞ্জের তাড়াশে পাওনা টাকা না পেয়ে জুম্মার নামাজ শেষে এক বৃদ্ধকে মসজিদ থেকে তুলে নিয়ে নির্যাতন, পুলিশে উদ্ধার

আপলোড সময় : ০৪-১০-২০২৫ ১০:৩৩:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-১০-২০২৫ ১০:৩৩:১০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পাওনা টাকা না পেয়ে এক বৃদ্ধকে জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করেছে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনিলী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোজাম আলী (৭০) একই গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের দাবি, নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় স্থানীয় আলাল (৩৫), আব্দুল মোন্নাফ (৩৬), শামসুল হক (৪০) ও শিহাব উদ্দিনসহ কয়েকজন তার পথরোধ করে। তারা মোজাম আলীর প্রবাসী ছেলের কাছে সুদের ওপর নেওয়া ৫০ হাজার টাকা পরিশোধের দাবি জানায়। মোজাম আলী বিষয়টি জানেন না বলায় তারা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে মারধর শুরু করে। একপর্যায়ে তাকে টেনে-হিঁচড়ে আলালের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে।

খবর পেয়ে তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আবুল হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোজাম আলীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে অভিযুক্তরা পালিয়ে যায়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করেছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সুদের টাকার লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তবে জুম্মার নামাজ শেষে প্রকাশ্যে এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]