চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর ইউনিয়নের পালিশারা বাজারে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৪ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩ অক্টোবর) সকালে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন জামায়াতের আমির ইলিয়াস হোসেন তার ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি এডিট করা ছবি পোস্ট করেন। পোস্টটিকে মানহানিকর উল্লেখ করে বিএনপি নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে ইলিয়াস হোসেন দুঃখ প্রকাশ করে পোস্টটি মুছে ফেলেন।
বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বৈঠকের কথা থাকলেও তার আগেই উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ২৪ জন আহত হয়। এর মধ্যে বিএনপির পাঁচজন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অন্যদিকে জামায়াতের আটজন সমর্থককে চাঁদপুর সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।