খাগড়াছড়ির সহিংসতায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করল ভারত

আপলোড সময় : ০৩-১০-২০২৫ ১১:৩৯:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১০-২০২৫ ১১:৩৯:১৬ অপরাহ্ন

বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় ভারতের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি। শুক্রবার (৩ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে একে ‘ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মন্তব্য হিসেবে আখ্যায়িত করেন। খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এর আগে, গত সোমবার ঢাকায় ব্রিফিংকালে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম দাবি করেছিলেন, খাগড়াছড়িকে অশান্ত করার পেছনে ভারত অথবা ‘ফ্যাসিস্টদের’ ইন্ধন রয়েছে। সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় ভারতের পক্ষ থেকে বলা হয়, ঢাকার অন্তর্বর্তী সরকার নিজেদের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে দোষ চাপানোর চেষ্টা করছে।

ভারতের মুখপাত্র আরও অভিযোগ করেন, পাহাড়ি সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও তাদের ভূমি দখলের পেছনে স্থানীয় উগ্রপন্থী গোষ্ঠীর ভূমিকা রয়েছে। তিনি দাবি করেন, এ ধরনের পরিস্থিতির দায় বাইরের কারও ওপর চাপানো সমস্যার সমাধান নয়।

প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা করেন। পুলিশ পরদিন সন্দেহভাজন শয়ন শীল (১৯)কে গ্রেপ্তার করে। অভিযোগ ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়ায় খাগড়াছড়িসহ পার্বত্য তিন জেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়। তবে চিকিৎসকদের প্রতিবেদনে কিশোরীর দেহে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]