দেশের বিমানবন্দর নিরাপত্তায় আসছে নতুন বাহিনী ‘এজিবি’

আপলোড সময় : ০৩-১০-২০২৫ ০২:২৩:২২ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১০-২০২৫ ০৭:৩৭:৫১ অপরাহ্ন
বাংলাদেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে গঠিত হতে যাচ্ছে নতুন বাহিনী—এয়ার গার্ড অব বাংলাদেশ (এজিবি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে ১২ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে, যারা এ বাহিনীর নেতৃত্ব, কাঠামো ও জনবল নির্ধারণ করবে।
 
বর্তমানে বেবিচক নিরাপত্তা বাহিনী, বিমানবাহিনী, এপিবিএন ও আনসার মিলিতভাবে বিমানবন্দরগুলোর দায়িত্ব পালন করছে। তবে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়হীনতা ও দ্বন্দ্বের কারণে আলাদা একটি একক কমান্ড কাঠামোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
 
নতুন এজিবি বাহিনী গঠিত হলে এর সব সদস্য একই চেইন অব কমান্ডে থেকে কাজ করবে এবং সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর আগে এই উদ্যোগ দীর্ঘমেয়াদী জাতীয় নিরাপত্তা কৌশলে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]