
ফরেন অ্যাফেয়ার্সের বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েলকেন্দ্রিক নীতি ও গাজায় দখলদার ইসরায়েলের হামলার কারণে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব দ্রুত ক্ষয় হচ্ছে। সম্প্রসারণবাদী নীতি ও কাতারে হামাস নেতাদের ওপর সাম্প্রতিক হামলার জেরে উপসাগরীয় রাজতন্ত্রগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মার্কিন প্রচেষ্টা ভেস্তে গেছে।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০ দফার শান্তি পরিকল্পনা ঘোষণা করলেও, সেটি হামাসের সম্মতি পাওয়ার সম্ভাবনা নেই। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর যুদ্ধ চালিয়ে গেলে যুক্তরাষ্ট্র কার্যত অঞ্চলজুড়ে পরিত্যক্তই থাকবে।
আরব দেশগুলো এখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ এড়িয়ে বিকল্প মিত্র খুঁজছে এবং আরও স্বাধীন নীতির দিকে ঝুঁকছে। বিশ্লেষকদের মতে, মার্কিন-ইসরায়েল ঘনিষ্ঠতা ওয়াশিংটনকে আরও বিচ্ছিন্ন করছে। ফিলিস্তিনিদের অধিকার প্রশ্নে ব্যর্থতা এই প্রভাব ক্ষয়কে ত্বরান্বিত করছে।