
ঢাকার মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত বাস থামিয়ে চালক ও সহকারীকে মারধর করে নামিয়ে দেয়ার পর বাসে গুলি ছোড়ে এবং আগুন ধরিয়ে দেয়। এসময় যাত্রীরা আতঙ্কে দ্রুত বাস থেকে বেরিয়ে আসেন।
চালকের বর্ণনা অনুযায়ী, সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাত তুলে থামার সংকেত দেয়। বাস থামানোর পর চালক ও সহকারীকে পিটিয়ে নিচে নামানো হয়। ঠিক সেই মুহূর্তে দুর্বৃত্তরা বাসের সামনের অংশে কয়েক রাউন্ড গুলি চালায় এবং পরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। অগ্নিকাণ্ডের সময় যাত্রীরা প্রাণ বাঁচাতে দৌড়ে নেমে পড়েন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষতিগ্রস্ত বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে বাস কর্তৃপক্ষের অভিযোগ, সম্প্রতি নেছার নামের এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের ওপর হামলা চালিয়েছিল। সর্বশেষ এ ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে তাদের সন্দেহ।
এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং বাস পরিবহন কর্তৃপক্ষ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে।