অস্ট্রেলিয়ায় বাংলাদেশের পোশাক রফতানি বাড়াতে ভিসা জটিলতা এবং ডিজাইন বাধা

আপলোড সময় : ০৩-১০-২০২৫ ১২:০১:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-১০-২০২৫ ১২:০১:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশ অস্ট্রেলিয়ায় পোশাক রফতানিতে পিছিয়ে রয়েছে মূলত আধুনিক এবং উচ্চমূল্যের ডিজাইন ও ফ্যাশনবোধের অভাবে। অস্ট্রেলিয়ার বিপুল বাজারে বাংলাদেশের রফতানি এক বিলিয়ন ডলারের কম হওয়ায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন। তাছাড়া অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়ার জটিলতা ব্যবসা সম্প্রসারণের পথে বড় বাধা হিসেবে কাজ করছে।
 

সিডনিতে অনুষ্ঠিত দুদিনব্যাপী ট্রেড শো-তে বাংলাদেশের তৈরি পোশাকের সুযোগ-সুবিধা এবং প্রতিবন্ধকতা নিয়ে আলোচনায় এ তথ্য সামনে এসেছে। অস্ট্রেলিয়ার ব্যবসায়ীরা বাংলাদেশি পরিবেশবান্ধব ও সবুজ কারখানার পণ্যগুলো বাজারে ভালো প্রতিযোগিতা করতে পারে বলে আশা প্রকাশ করেছেন। স্পায়রো গ্রুপের চেয়ারম্যান সোভোন ইসলাম বলেন, তারা পরিবেশবান্ধব পোশাক উৎপাদনে কাজ করে খ্যাতি অর্জন করছেন এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশের পণ্যের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
 

এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মুসফিকুর রহমান ভিসা সহজ করে না দিলে রফতানির উন্নতি সম্ভব নয় মন্তব্য করেছেন। অস্ট্রেলিয়ার বাণিজ্য বিষয়ক স্যাডো মিনিস্টার মার্ক কোর এবং বাংলাদেশের অস্ট্রেলিয়া হাইকমিশনের বাণিজ্য প্রতিনিধি বেন কারসন ব্যবসা সম্প্রসারণে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন।

বাংলাদেশ বিজনেস ফোরামের আয়োজনে অনুষ্ঠিত বিজনেস এক্সপো-তে পণ্য প্রদর্শনী ও পাঁচটি সেমিনারে দুই দেশের ব্যবসায়ীরা অংশ নিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা প্রকাশ করেছেন।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]