
দেশের ১৮ জেলায় রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বিদ্যুৎ চমকানো ঝড়, বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদফতর সতর্ক করেছেন। শনিবার (২ অক্টোবর) রাত ১টার মধ্যে এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, ঢাকা, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলা এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব আবহাওয়ার প্রভাবেই নদীবন্দরগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ আজ রাতের মধ্যে ভারতের ওড়িশা ও সংলগ্ন অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করবে বলে জানা গেছে। এই নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলেও ঝড়বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি উত্তরে অগ্রসর হচ্ছে এবং এর প্রভাবে উপকূলীয় এলাকায় অস্থির আবহাওয়া বিরাজ করতে পারে।