নাটোরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম

আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৭:২৪:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৭:২৪:৪৬ অপরাহ্ন

নাটোরের লালপুরে এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মঙ্গলবার রাতে ২৩ বছর বয়সী রেশমা খাতুন স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন ছেলে ও দুই মেয়ের জন্ম দেন। তবে জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই এক ছেলে ও এক মেয়ে মারা গেছে।
 

স্থানীয় সূত্র জানায়, রেশমা খাতুন উপজেলার সাইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী। মঙ্গলবার রাতে প্রসব বেদনা শুরু হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে সিজার ছাড়াই স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে সন্তানদের জন্ম হয়।
 

গ্রাম শিক্ষক মকবুল হোসেন জানান, বুধবার সকালে সাইপাড়া গ্রামে জানাজা শেষে দুই নবজাতকের দাফন সম্পন্ন হয়েছে।
 

হাসপাতাল কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে বাবা আসিব হোসেন সবুজ জানান, সন্তানদের মা বর্তমানে সুস্থ আছেন। নবজাতকেরা দুর্বল হওয়ায় বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় যত্ন দেওয়া হচ্ছে।
 

দিনমজুর আসিব হোসেন জীবিকার জন্য ঈশ্বরদী মিলিটারি ফার্মে দৈনিক ৪৪৫ টাকায় কাজ করেন। সীমিত আয়ে হঠাৎ পাঁচ সন্তানের দায়িত্ব নিতে গিয়ে তিনি দুশ্চিন্তায় পড়েছেন। তিনি স্ত্রী ও সন্তানদের জন্য সবার দোয়া চেয়েছেন এবং সহযোগিতার আবেদন জানিয়েছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]