গাজামুখী মানবিক বহর থেকে পাকিস্তানি জামায়াত নেতা খানকে আটক করল ইসরাইল

আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৭:০৩:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৭:০৩:২৪ অপরাহ্ন

ইসরাইলি সেনারা গাজামুখী মানবিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকে সাবেক পাকিস্তানি সিনেটর ও জামায়াতে ইসলামি নেতা মুশতাক আহমদ খানকে আটক করেছে। বুধবার মিশরের উত্তরাঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করার পর ইসরাইলি যুদ্ধজাহাজ বহরটিকে ঘিরে ফেলে এবং পরে সেনারা জাহাজে উঠে অভিযান চালায়। পাকিস্তান–ফিলিস্তিন ফোরাম জানিয়েছে, এই ঘটনায় তারা অবিলম্বে মুশতাক আহমদ খানসহ আটক স্বেচ্ছাসেবীদের মুক্তির দাবি তুলেছে।
 

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ছিল ৪০টিরও বেশি বেসামরিক নৌযানের সমন্বয়ে গঠিত, যেগুলোতে প্রায় ৫০০ জন সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবী অংশ নেন। বহরটির মূল উদ্দেশ্য ছিল গাজায় ওষুধ ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া। এ অভিযানে আন্তর্জাতিকভাবে আলোচিত সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও অংশ নিয়েছিলেন।
 

ইসরাইলি সেনাদের অভিযানের সময় ফ্লোটিলার জাহাজগুলো সরাসরি সম্প্রচার চালাচ্ছিল। কিন্তু স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় ২০টি যুদ্ধজাহাজ বহরটিকে ঘিরে ফেললে এবং ইঞ্জিন বন্ধ করতে বাধ্য করলে সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ফ্লোটিলা সংগঠকরা ইনস্টাগ্রামে পোস্ট করে জানান, “আমাদের জাহাজগুলো অবৈধভাবে আটকানো হয়েছে, ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেনারা জাহাজে উঠে পড়েছে।” তারা অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
 

গাজায় দীর্ঘদিন ধরে মানবিক সংকট চলমান। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও মানবাধিকার সংগঠন এ ধরনের ফ্লোটিলার মাধ্যমে সেখানে ওষুধ ও খাদ্য সহায়তা পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ইসরাইলের নিরাপত্তা বাহিনী নিয়মিতভাবে এ ধরনের বহরকে বাধা দিয়ে থাকে।
 

সূত্র: ফার্স্টপোস্ট

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]