গ্লোবাল সুমুদ ফ্লোটিলা দখল, শতাধিক কর্মী আটক

আপলোড সময় : ০২-১০-২০২৫ ০৩:০৫:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৫ ০৩:০৫:১৬ অপরাহ্ন
ইসরায়েলি সেনারা গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪০টিরও বেশি জাহাজ দখল করেছে। এতে থাকা শত শত আন্তর্জাতিক কর্মীকে জোরপূর্বক আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, সেখান থেকে তাদের হয় স্বেচ্ছায় নয়তো আদালতের আদেশে বহিষ্কার করা হবে।
 
নৌবাহিনী ও সেনারা সমুদ্রজুড়ে অভিযান চালাচ্ছে, যাতে কোনো জাহাজ গাজায় পৌঁছাতে না পারে। এ অভিযানের অংশ হিসেবে গাজার জলসীমায় প্রবেশ করা মিকানো জাহাজও আটক করা হয়েছে।
 
ফ্লোটিলার অংশগ্রহণকারীদের মধ্যে পাকিস্তানের জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা ও ইসলামী ছাত্রসংঘের সাবেক সভাপতি, সাবেক সিনেটর মুশতাক আহমেদ খানকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী।
 
মানবিক সহায়তা বহনকারী এই ফ্লোটিলা গাজায় অবরুদ্ধ মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার জন্য যাত্রা শুরু করেছিল। তবে ইসরায়েলি সেনাদের দখল অভিযান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে সমালোচনা উসকে দিচ্ছে।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]