
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ভারতে আটক হওয়া ১৫ বাংলাদেশিকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ফেরত দিয়েছে। বুধবার (১ অক্টোবর) রাতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে বিজিবি সদস্যরা তাদের গ্রহণ করে সাতক্ষীরা থানায় হস্তান্তর করে।
ফেরত আসা নাগরিকদের পরিচয় জানা যায় খুলনা জেলার কয়রা ও ডুমুরিয়া উপজেলার বাসিন্দা হিসেবে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় বিএসএফের হাতে আটক হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা জানান, বুধবার সন্ধ্যায় বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার বিকাশ কুমার ও বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডার আবুল কাশেম পতাকা বৈঠকে মিলিত হন। বৈঠকেই আটককৃত ১৫ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক বলেন, প্রাথমিকভাবে তাদের থানায় আনা হয়েছে। পরিচয় যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।