
সুন্দরবনের করমজল খালে কুমিরের আক্রমণে নিহত জেলে সুব্রত মন্ডলের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত পদ্ধতিতে বনে প্রবেশ করায় এ সহায়তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে বৈধ পাস নিয়ে কাঁকড়া ধরতে সুন্দরবনে প্রবেশ করেছিলেন সুব্রত মন্ডল (৩২) ও তাঁর সহযাত্রীরা। বিকেল সাড়ে ৩টার দিকে করমজল খাল পার হওয়ার সময় হঠাৎ কুমির ধরে নিয়ে যায় তাঁকে। দীর্ঘ সময় উদ্ধারের চেষ্টা চলার পর রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে কুমির লাশ ছেড়ে সরে গেলে স্থানীয়রা বন বিভাগের সহযোগিতায় সেটি পানির নিচ থেকে তুলে আনতে সক্ষম হন।
বুধবার দুপুরে নিজ গ্রাম ঢাংমারীতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। স্থানীয় গ্রামবাসী ইস্রাফিল বয়াতি এবং বন কর্মকর্তা আজাদ কবির জানান, নিয়ম মেনে বনে প্রবেশ করার কারণে সুব্রতের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারকে সরকারি আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, দ্রুতই তিন লাখ টাকা অনুদান তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।