চীন পূর্ব উপকূলে ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধি

আপলোড সময় : ০২-১০-২০২৫ ০১:২২:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৫ ০১:২২:১২ পূর্বাহ্ন
চীন তার পূর্ব উপকূলে দ্রুত ক্ষেপণাস্ত্র ঘাঁটি সম্প্রসারণ করছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে নতুন ঘাঁটি নির্মিত হয়েছে এবং পুরনো ঘাঁটিতে আধুনিক ক্ষেপণাস্ত্র যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে DF-17 হাইপারসনিক মিসাইল এবং DF-26 “Guam Express”, যা দূরের মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম।
 
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের হিসাব অনুযায়ী, গত চার বছরে চীনের ক্ষেপণাস্ত্র বাহিনী প্রায় ৫০% বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, চীনের মূল লক্ষ্য হলো যুদ্ধকালীন পরিস্থিতিতে তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ধ্বংস করা এবং জাপান, গুয়াম ও সমুদ্র অঞ্চলে থাকা মার্কিন বাহিনীকে হুমকি দেওয়া।
 
রাজনৈতিক উদ্দেশ্যও লক্ষ্যণীয়—চীন প্রতিরোধকে ব্যর্থ প্রমাণ করার জন্য বিশ্বকে দেখাতে চায় যে তার বিরুদ্ধে শক্তির ব্যর্থতা নিশ্চিত। চীনা প্রেসিডেন্ট সি জিনপিং সামরিক বাহিনীকে সতর্ক করে বলেছেন, “সবসময় বিপদ ও সংকটের অনুভূতি নিয়ে প্রস্তুত থাকতে হবে।”
 
এই সম্প্রসারণকে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কার সঙ্গে দেখছেন, কারণ এতে পূর্ব এশিয়ার রাজনৈতিক ও সামরিক স্থিতিশীলতা প্রভাবিত হতে পারে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]