
তুরস্কের নিজস্ব হুরজেট (Hurjet) যুদ্ধ প্রশিক্ষণ বিমানের জন্য যুক্তরাষ্ট্রের তৈরি GE Aerospace F404 ইঞ্জিন সরবরাহে অনুমতি দিয়েছে মার্কিন কংগ্রেস। এই অনুমোদনের মধ্য দিয়ে তুরস্ক তার স্বদেশী বিমান প্রকল্পে গুরুত্বপূর্ণ এক ধাপ এগিয়ে গেল।
তবে শুধু হুরজেট নয়, অচিরেই আরও কিছু প্রতিরক্ষা বিষয় মার্কিন কংগ্রেসে আলোচনায় আসবে। এর মধ্যে রয়েছে তুরস্কের কান যুদ্ধবিমানের জন্য ইঞ্জিন সরবরাহ এবং দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা F-16 যুদ্ধবিমান কেনার প্রস্তাব। উভয় ক্ষেত্রেই আগামী দিনগুলোতে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, হুরজেটের ইঞ্জিন অনুমোদন আঙ্কারা–ওয়াশিংটনের প্রতিরক্ষা সহযোগিতায় ইতিবাচক সঙ্কেত বহন করছে। তবে কান প্রকল্প এবং এফ-১৬ বিক্রির ক্ষেত্রে রাজনৈতিক জটিলতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।