
মধ্যপ্রাচ্যে অস্বাভাবিক পরিমাণে যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। এত সংখ্যক জেট একসাথে পাঠানো হচ্ছে যে, আকাশে জ্বালানি ভরার বিশেষ বিমানগুলো বা ট্যাংকারকে ভিন্নভাবে পরিচালনা করতে হচ্ছে। সাধারণত ট্যাংকার জেটগুলোকে পুরো যাত্রাপথে সহায়তা করে, তবে এবার সেগুলো যুদ্ধবিমানগুলোকে অর্ধেক পথ পর্যন্ত নিয়ে গিয়ে জ্বালানি ভরে ফেরত আসছে। এরপর নতুন বিমানের জন্য পুনরায় জ্বালানি সরবরাহে যুক্ত হচ্ছে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এ ধরনের টানা ট্যাংকার অপারেশন ইঙ্গিত দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্র বৃহত্তর সামরিক তৎপরতার প্রস্তুতি নিচ্ছে। ইতিহাস বলছে, অতীতে এ ধরনের মোতায়েনের পরই ওয়াশিংটন ইরানের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছিল। ফলে এ পরিস্থিতি নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলছে।
ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে অন্তত এক ডজন মার্কিন ট্যাংকার বিমান পৌঁছে গেছে। পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে আরও এক ডজনের বেশি ট্যাংকার প্রস্তুত রাখা হয়েছে। এসব আকাশযান যুক্ত হলে মার্কিন যুদ্ধবিমানগুলো অনেক দীর্ঘ সময় আকাশে থেকে একটানা অভিযান চালাতে সক্ষম হবে।