জাটকা নিধন ও ভরাট রাস্তায় ইলিশ কমে গেছে: ফরিদা আখতার

আপলোড সময় : ০২-১০-২০২৫ ১২:২৮:০৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৫ ১২:২৮:০৪ পূর্বাহ্ন

বাংলাদেশে এ বছর ইলিশের পরিমাণ কম পাওয়ার মূল কারণ হিসেবে জাটকা নিধন ও ইলিশের অভিবাসনপথ ভরাট হয়ে যাওয়া দায়ী বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বুধবার (১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
 

তিনি জানান, গত বছর নেওয়া উদ্যোগে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা করা সম্ভব হয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকে এ বছর মা ইলিশ সংরক্ষণে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পুলিশ, নৌবাহিনী ছাড়াও এবার বিমান বাহিনী ড্রোনের মাধ্যমে তদারকি করবে।
 

ফরিদা আখতার আরও বলেন, কারেন্ট জাল ও চায়না জাল ব্যবহারের কারণে ইলিশ আহরণ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এ বছর আগের তুলনায় আরও কঠোর নজরদারি চালানো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
 

অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন দিপক ইলমার, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
 

প্রতি বছরের মতো এবারও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা জারি থাকবে। আগামী ৪ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]