কর্ণফুলী পেপার মিল পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে ভাবছে সরকার

আপলোড সময় : ২৮-০৬-২০২৫ ০৯:০৯:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৮-০৬-২০২৫ ০৯:৩২:০৯ পূর্বাহ্ন
শুক্রবার (২৭ জুন) কর্ণফুলী পেপার মিল (কেপিএম) পরিদর্শন শেষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, দেশের সার্বিক অর্থনীতির কথা মাথায় রেখে কেপিএম-কে নতুনভাবে কাজে লাগানোর পরিকল্পনা করছে সরকার। মিলটি ব্যক্তি মালিকানায় নাকি সরকারি মালিকানায় পরিচালিত হবে, সে বিষয়েও চিন্তাভাবনা চলছে।
 
তিনি বলেন, কেপিএম-এর বর্তমান যন্ত্রপাতি দিয়ে পর্যাপ্ত উৎপাদন সম্ভব নয়। কাগজ আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই উৎপাদন বাড়াতে হবে। কেপিএম-এর বিশাল জায়গা রয়েছে, অথচ পাল্প আমদানি করে কাগজ তৈরি করতে হচ্ছে—এ অবস্থা পরিবর্তনের জন্য কাঁচামাল উৎপাদনে জোর দিতে হবে।
 
মিল পরিদর্শনের আগে উপদেষ্টা কেপিএম গেস্ট হাউজে মিলের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
 
মতবিনিময় সভায় স্বল্পমেয়াদী পরিকল্পনায় পাল্প আমদানি ও যন্ত্রপাতি মেরামতের জন্য ১২০ কোটি টাকা প্রস্তাব করা হয় এবং দীর্ঘমেয়াদে একটি নতুন পেপার মিল স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
 
সভায় শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান, বিসিআইসির চেয়ারম্যান মো. ফজলুর রহমান, কেপিএম লিমিটেডের এমডি শহীদ উল্লাহ, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিবিএ নেতাসহ মিলের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]