জামায়াতে ইসলামী লোগো পরিবর্তন করবে: সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নিশ্চিত

আপলোড সময় : ০২-১০-২০২৫ ১২:২৩:৩৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৫ ১২:২৩:৩৮ পূর্বাহ্ন

জামায়াতে ইসলামী শিগগিরই তাদের আনুষ্ঠানিক লোগো বদলাবে—এমন ঘোষণা দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ‘সময় সংবাদ’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাহী পরিষদ লোগো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ডিজাইনারদের নতুন নকশা তৈরির দায়িত্ব দিয়েছেন এবং কয়েকটি বিকল্প ডিজাইন যাচাইয়ের পরে চূড়ান্ত রূপ দেয়া হবে।
 

পটভূমি হিসেবে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনীয় রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু উপস্থিত ছিলেন এবং সেসময় সেখানে একটি নতুন লোগো প্রদর্শিত হওয়ার তথ্য উঠে আসে। প্রদর্শিত নকশায় দাঁড়িপাল্লা, দোয়াত (কলম) ও জাতীয় পতাকার সংমিশ্রণ ছিল, যা দেখা মাত্রই সমালোচনা ও আলোচনা উত্থাপিত হয়েছিল।
 

গোলাম পরওয়ার জানান, ওই লোগোটি তখন পরীক্ষামূলকভাবে সেট করা হয়েছিল—কারণ ডেকোরেশনের সময় দ্রুতভাবে সেট-আপের জন্য তা রাখা হয়েছিল—তাই এটিকে দলের অফিসিয়াল চূড়ান্ত লোগো হিসেবে দেখা যাবে না। তিনি বলেন, ডিজাইনাররা কয়েকটি ভিন্ন নকশা দলকে দেখিয়েছে, নির্বাহী পরিষদে তা নিয়ে আলোচনা হয়েছে এবং আঞ্চলিক ও কেন্দ্রীয় কয়েকজন দায়িত্বশীল সদস্যের মতামত নেওয়ার পর প্রয়োজনীয় সম্পাদনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

তিনি আরও জানান যে লোগো চূড়ান্ত হলে কেন ও কীভাবে পরিবর্তন আনা হয়েছে তা গণমাধ্যমকে জানানো হবে। নতুন লোগো সংক্রান্ত আরও তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত প্রদর্শিত নকশাকে পরীক্ষামূলক হিসেবে ধরা হবে এবং দল এতে শেষ সিদ্ধান্ত গ্রহণের আগে পরিবর্তন চাওয়া/চলবে বলে প্রতীয়মান।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]