রামু রাবার বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০১-১০-২০২৫ ০৩:০৯:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৫ ০৩:০৯:২৩ অপরাহ্ন
রামুর রাবার বাগানে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) সকালে রামু ফায়ার সার্ভিস সংলগ্ন জোয়ারিয়ানালা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড কুলালপাড়া এলাকায় মরদেহটি দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। 
 
স্থানীয়রা ধারণা করছেন, ঐ যুবককে কোথাও হত্যা করার পর রাবার বাগানে ঝুলন্ত অবস্থায় রেখে যাওয়া হয়েছে। কারণ মরদেহটি ঝুলিয়ে রাখলেও নিহতের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
 
রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ফরিদ বিষয়টি নিশ্চিত করে জানান, যুবকটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। তার শরীরের আঘাত রয়েছে, এনিয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]